পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আমিরের গভীরতা আর সালমানের সহজাত অভিনয়— দুটোই সঠিক পরেশ

Md Abu Bakar Siddique
জুলাই ১৪, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল বললেন, আমির খান ও সালমান খান—দুজনেই সম্পূর্ণ আলাদা ধাঁচে কাজ করলেও তাদের পথ দুটোই সাফল্যের দিকে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির ও সালমানের কাজের ধরন নিয়ে প্রশ্ন করা হলে পরেশ বলেন, “শুটিং শুরুর আগে সালমান খান দৃশ্যটা নিয়ে নিজের মনের কথা শোনে। ক্যামেরার সামনে তার উপস্থিতির মধ্যে একধরনের ম্যাজিক আছে। খুব একটা পরিশ্রম করতে হয় না, কারণ সে হাওয়ার মতো এসে উড়িয়ে নিয়ে যায়।”

অন্যদিকে আমির খান সম্পর্কে বললেন, “আমির গভীরে গিয়ে সবকিছু বিশ্লেষণ করে। তার এই খুঁটিনাটি বিশ্লেষণের ফলেই প্রতিটি চরিত্র এত নিখুঁতভাবে ফুটে ওঠে।”

পরেশ নিজেও বহুবার এই দুই তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তার মতে, “দুইজনের কাজের ধরন একেবারেই আলাদা, কিন্তু দুটো পথেই সফল হওয়া সম্ভব—এটা তারা প্রমাণ করেছেন।”

এর পাশাপাশি পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন, তিনি ‘হেরা ফেরি ৩’-তে ‘বাবুরাও’ চরিত্রে ফিরছেন। যদিও কিছুদিন আগেই ব্যক্তিগত ও সৃজনশীল মতভেদের কারণে ফিরে না আসার কথা বলেছিলেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে পরেশ বলেন, “ছবিটা হতোই, শুধু একটু টিউনিং দরকার ছিল। প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল—আমরা বহু বছরের বন্ধু। নিজেদের একটু গুছিয়ে নিয়েছি।”

পরিচালক প্রিয়দর্শন জানালেন, “পরেশ আমাকে ফোন করে বলল, ‘স্যার, আমি সিনেমাটা করছি।’ আমি শুনে অবাক। সে বলল, ‘২৬টি ছবি একসঙ্গে করেছি। কিছু সমস্যা হয়েছিল, কিন্তু আমি ক্ষমা চাইছি।’”

অবশেষে প্রিয় কমেডি চরিত্র বাবুরাও গণপতরাও আপটে-তে ফিরছেন পরেশ রাওয়াল, যা ‘হেরা ফেরি’ সিরিজের ভক্তদের জন্য এক আবেগঘন পুনর্মিলনের খবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।