পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চাঁবিপ্রবির উপাচার্য ইউজিসির খন্ডকালীন সদস্য মনোনীত

Md Abu Bakar Siddique
অক্টোবর ৫, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)–এর খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। বিষয়টি ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (President’s Order No. 10 of 1973) এর বিধান অনুযায়ী, অধ্যাপক ড. পেয়ার আহম্মেদকে ৫ অক্টোবর থেকে দুই বছরের জন্য খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ইউজিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ২০২৪ সালের ৭ নভেম্বর চাঁবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১৮ সালে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালে গ্রেড-১ অধ্যাপক হিসেবে উন্নীত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের রুলস ও রেগুলেশন প্রণয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দেশ ও বিদেশে অধ্যাপনার অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ঢাকা ক্যাম্পাস), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয় (জাপান) সহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার ৫৯টির বেশি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে দেশি-বিদেশি জার্নালে এবং বিভিন্ন পর্যায়ে তিনি কয়েকটি পাঠ্যপুস্তক রচনা করেছেন।চাঁবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, অধ্যাপক ড. পেয়ার আহম্মেদের জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।