দেশের প্রাইভেট ব্যাংক ও নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (NBFIs)-এর কর্মকর্তা ও কর্মীদের ন্যায্য অধিকার সংরক্ষণ, সুস্থ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে “বাংলাদেশ সম্মিলিত প্রাইভেট ব্যাংকস অ্যান্ড এনবিএফআইস এমপ্লয়িজ কল্যাণ সমিতি” গঠিত হয়েছে।
এই সমিতি গঠনের মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য প্রাপ্যতা আদায় এবং কর্মক্ষেত্রে যেকোনো প্রকার বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করা হবে। পাশাপাশি কর্মীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংগঠনিক সুরক্ষার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে।
সমিতির কনভেনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাসসু শেখ এবং মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মোহাম্মদ জায়েদ আল ফাত্তাহ। এছাড়া গঠিত কনভেনিং কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কনভেনর কমিটি ঘোষণা করবে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই সমিতি দেশের ব্যাংক ও এনবিএফআইস খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একটি মাইলফলক হয়ে উঠবে।