নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ভূয়া ফেসবুক আইডি থেকে অপ- প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি রেস্তোঁরায়
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। সম্প্রতি তার কাজে ইর্ষাণি¦ত হয়ে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে তিনি ও তার পরিবারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এসব ভূয়া আইডির বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
তিনি আরো জানান, পরিষদের সদস্য হয়ে ইতিপূর্বে সরকরী বরাদ্ধ নিয়ে তার নির্বাচনী এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সাবেক সাংসদের সঙ্গে উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করতে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলতে হয়েছে। এসব ছবি ভূয়া আইডিতে উপস্থাপন করে তাকে দোষর আখ্যা দেওয়া হচ্ছে। তার কখনোই কোন রাজনৈতিক দলের পদ ও পদবি ছিলো না। তিনি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন