বাংলাদেশের বিচারকদের জন্য মানি লন্ডারিং বেঞ্চ বইয়ের খসড়া চূড়ান্ত করতে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে দায়িত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।
তার মেধা, দক্ষতা ও সৃষ্টিশীলতার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহায়তায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ)-এর অফিস অফ ওভারসিস প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনিং (OPDAT) বাংলাদেশের মানি লন্ডারিং আইন সম্পর্কিত একটি খসড়া বিচারিক বেঞ্চ বই তৈরি করেছে। বইটি বাংলাদেশের বিচারকদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে যা বিচারকদের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাঠ্যক্রমেও তা অন্তর্ভুক্ত হবে।
এর আগেও এই দায়িত্ব নিতে সমাজীকে চিঠি দেওয়া হয়েছিল।