পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিটফোর্ডের ঘটনায় কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে রিজভী

Md Abu Bakar Siddique
জুলাই ১২, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন। এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ শনিবার রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, দুয়েকটি রাজনৈতিক দল মিছিল করছেন, বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাদের বহিষ্কার না করতাম তাহলে এক কথা ছিল। কিন্তু দল অবিলম্বে বিচার করেছে ও তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আমরা আপনাদের অতীত অপকর্ম ভুলে যাইনি।

তিনি আরও বলেন, আমরা ভুলে যাইনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের ছাত্রদের কিভাবে পায়ের রগ কাটা হয়েছে, কিভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে নিয়ে হত্যা করা হয়েছে। আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবহতা মানুষ ভুলে যায়নি। এখনো আপনাদের দেখলে সেই উপাধিগুলো মানুষ দেয়। আর আপনারা এখন মিছিল করেন। বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে ফায়দা লোটার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না।

রুহুল কবির বলেন, খুলনায় পায়ের রগ কেটে হত্যা করা হলো। কই এটা তো বলছেন না? চাঁদপুরে পবিত্র মসজিদে ঢুকে ইমামকে কুপিয়েছে- এটা তো বলছেন না! আমরা সোহাগ হত্যাসহ সব হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করছি।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, বিএনপি একটি বৃহৎ পরিবার। সেখানে দু-একজন দুষ্কৃততিকারী ঢুকে পড়াটা সব সময় খোঁজ রাখা যায় না। কিন্তু দুস্কৃতকারীদের কোনোভাবে যদি চিহ্নিত করা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করা হয় না। গত পরশু রাতে পাবনার সুজানগরে বিএনপির দুগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সে রাতেই তাদের বহিস্কার করা হয়েছে।

রিজভী বলেন, মিডফোর্ডে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ কোন কোন রাজনৈতিক দল দেখছি ওই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এখানে দল কোথায় জড়িত, দলের নামধারী কেউ হতে পারে। এটা তো দলের পদ পদবি নিয়ে সংঘর্ষ হয়নি। দলের মতাদর্শ নিয়ে ঝগড়া হয়নি, ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা শুনেছেন ভাঙারি ব্যবসা নিয়ে ঘটনা। এ ঘটনার সঙ্গে দল হিসেবে কোথায় জড়িত?

রিজভী আরও বলেন, ‘যে কোনো ধরণের অপকর্ম, সংঘাত বা মানুষ হত্যায় যারা জড়িত তাদের ছাড় নেই। মাটির গভীরে গেলেও সেখান থেকে ধরে এনে এমন দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।