পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেদ ঝরাতে গিয়েই আফগান আম্পায়ার শিনওয়ারির মৃত্যু!

Md Abu Bakar Siddique
জুলাই ৯, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুর খবরে স্তম্ভিত হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। ৪১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন তিনি।

মঙ্গলবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজকে বিসমিল্লাহ জান শিনওয়ারির ভাই সৈয়দা জান জানান, শিনওয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং (পাকিস্তানের) পেশোয়ারে যান। তিনি পেটের চর্বি অপসারণ করাতেই পাকিস্তানে যান। তাকে কয়েক দিন হাসপাতালে ভর্তি রাখা হয়। অপারেশন সম্পন্ন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সন্ধ্যা ৫টার দিকে তিনি মারা যান। রাতেই তার মরদেহ তোরখাম হয়ে দেশে ফিরিয়ে আনা হয়। পরে আচিনে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

২০১৭ সালের ডিসেম্বরে শারজায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিং শুরু করেন শিনওয়ারি। এরপর ২৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন তিনি। আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য ছিলেন শিনওয়ারি।

শিনওয়ারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। তিনি বলেন, ক্রিকেটের জন্য তার অবদান ছিল অসাধারণ। ক্রিকেট বিশ্ব তার অভাব গভীরভাবে অনুভব করবে। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

আফগানিস্তান ক্রিকেট সম্প্রদায় ও আন্তর্জাতিক ক্রিকেট মহলে শিনওয়ারির এই অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।