পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাবিতে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ফুডকার্ট হাতিয়ে নেওয়ার অভিযোগ

Md Abu Bakar Siddique
জুলাই ১৪, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অনুমতি না থাকায় এক ব্যবসায়ীর ফুডকার্ট জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সেই ফুডকার্ট ছাত্রদলের এক কর্মীর কাছে হস্তান্তরের অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি ফুডকার্টটি ফেরত দেন। ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম হাসিব।

অভিযোগকারী ব্যবসায়ী আখতার হোসেন জানান, রমজানে অনুমতি বিহীন দোকান উচ্ছেদের সময় তার ফুডকার্টটি পরিবহন মার্কেট থেকে জব্দ করে এস্টেট দপ্তর। তখন জানানো হয়- টেন্ডার ছাড়া এটি ফেরত দেওয়া হবে না। অথচ বৈধ কাগজপত্র ও মালিকানার প্রমাণ থাকা সত্ত্বেও তা ফেরত দেওয়া হয়নি, বরং একজন ছাত্রনেতার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে স্টোর শাখায় গিয়েও ফুডকার্ট না পেয়ে তিনি এস্টেট অফিসে অভিযোগ করেন। প্রশাসক বিষয়টিকে ‘ভুল’ বলে স্বীকার করেন এবং হাসিবুলকে ফোন দেন। এরপর হাসিবুল ইসলাম ফোনে আখতারকে হুমকি দেন। ঘটনার প্রচার হওয়ার পর হাসিব নিজেই দোকান ফেরত দেন।

এ বিষয়ে জানতে চাইলে হাসিবুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরের প্রধান মো. রজব আলী বলেন, ক্যাম্পাসে অনুমোদনবিহীন দোকান উচ্ছেদের সময় আখতারের দোকানও জব্দ করা হয়। সাধারণত এসব দোকান ফেরত দেওয়া না হলেও, তথ্যপ্রমাণ যাচাই করে বিশেষ বিবেচনায় দোকানটি ফেরত দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সে এখন দলের কেউ নয়, তাই দল তার দায় নিচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।