পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

লাল কার্ড দেখে গ্যালারিতে বসে মোবাইলে নির্দেশ! বিতর্কে কোচ মাসচেরানো

Md Abu Bakar Siddique
আগস্ট ২২, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

লিগস্‌ কাপের ম্যাচে বিতর্কে জড়িয়েছেন ইন্টার মায়ামির প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো। ম্যাচ চলাকালীন লাল কার্ড দেখায় বেঞ্চ ছেড়ে গ্যালারিতে গিয়ে বসতে হয় তাকে। সেখান থেকে মোবাইলে নির্দেশ পাঠাতে থাকেন তিনি। এই ঘটনা নিয়ে বিতর্ক হয়েছে।

লিগস্‌ কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব টাইগার্স ইউএএনএলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে খেলেননি লিয়োনেল মেসি। তবে তার অভাব বুঝতে দেননি লুই সুয়ারেজ। দুই অর্ধে পেনাল্টি থেকে দুটো গোল করেন তিনি। ২-১ ম্যাচ জেতে মায়ামি।

প্রথমার্ধ শেষে রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মাসচেরানোর। ফলে তাকে লাল কার্ড দেখান রেফারি। এই প্রসঙ্গে ম্যাচ শেষে মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস বলেন, “আমরা বিরতির পর যখন নামছিলাম তখন মাসচেরানোকে জানানো হয় যে ওকে লাল কার্ড দেখানো হয়েছে। তার কারণ কী? না বিরতির সময় রেফারির সঙ্গে তর্ক করেছে ও। তখন রেফারি কিছু বলেনি। পরে লাল কার্ড দেখিয়েছে।”

লাল কার্ড দেখায় আর বেঞ্চে বসতে পারেননি মাসচেরানো। তাকে গ্যালারিতে বসতে হয়। দেখা যায়, মোবাইলে কথা বলছেন মাসচেরানো। তখনই দেখা যায়, বেঞ্চে থাকা সহকারী কোচের হাতেও মোবাইল। তার থেকেই বোঝা যায়, মাসচেরানো মোবাইলে নির্দেশ দিচ্ছেন সহকারীকে। ধারাভাষ্যকারেরা বিষয়টা সামনে আনেন। তার পরেই শুরু হয়েছে বিতর্ক।

অবশ্য নিয়ম ভাঙেননি মাসচেরানো। লিগস্‌ কাপের নিয়মে লেখা আছে, চাইলে গ্যালারি থেকে মোবাইলে সহকারীকে নির্দেশ দিতে পারেন কোচ। মাসচেরানো সেটাই করেছেন। তাই এই ঘটনা নিয়ে বিতর্ক হলেও মেসিদের দলের কোচকে শাস্তি পেতে হবে না।

সূত্র: আনন্দবাজার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।