পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

১৩০ মিলিয়ন ডলারের প্রজেক্টে সারা, কাজ ঘুরে বেড়ানো

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বেশ নজির আছে ভারতীয়দের। এবার সে সুযোগই কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। দেশটিতে ভারতীয় পর্যটকদের টানতে দূতও নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অস্ট্রেলিয়ার নানা দর্শনীয় স্থান তুলে ধরবেন ভ্রমণপিপাসুদের সামনে।পর্যটক টানতে অস্ট্রেলিয়ার সরকারের প্রচার কর্মসূচির নাম ‘কাম অ্যান্ড সে জি’ডে (গুড ডে)’। ভারতে এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে। কর্মসূচির আওতায় মূলত অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থান নিয়ে টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন বানানো হয়।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রচারণা কর্মসূচির উদ্দেশ্য ভারতীয়দের অস্ট্রেলিয়ায় ভ্রমণে উৎসাহিত করা, সেখানে সারার কাজ হবে, দর্শনীয় স্থান ঘুরে সেগুলোর ছবি ও নানা দিক ভ্রমণপিপাসুদের সামনে তুলে ধরা। তবে সারা বলছেন, ‘এটি কেবল প্রচারণামূলক কাজ নয়। এটি সেই সব স্থানের গল্প বলা, যেগুলো ভ্রমণ করলে একজন মানুষের চিন্তাভাবনা বিকাশের পথ আরও প্রশস্ত হয়। ভ্রমণ তো শুধুই ভ্রমণ নয়! এটি মানুষকে নস্টালজিক করে তোলে।’ সারার মতে, ভ্রমণ মানে সংস্কৃতি, খাবার ও পথে পথে ঘুরে মানুষের সঙ্গে পরিচিত হওয়া।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার কিছু স্থানের ছবি পোস্ট করেছেন সারা। সবশেষ পোস্ট করা ছবিতে তাঁকে মেলবোর্নে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় মেলবোর্ন প্রথম ভ্রমণ করেছি। এই শহর এখনো জানে কীভাবে দর্শনার্থী আকৃষ্ট করতে হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।