X

অনলাইনে কিংবা অফলাইনে নিরাপদ থাকুন সবসময়

দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও এবার রাইডে নিয়ে এলো আরও বেশি নিরাপত্তা। অফলাইন রাইডের ঝুঁকি নিয়ে প্রতিদিনই আমরা শুনছি নানা ঘটনা।

ফোনে চার্জ কম, ডেটা শেষ বা শুধু বাটন ফোন আছে, এমন পরিস্থিতিতে আমরা অনেকেই হুট করে হাতের কাছে থাকা রাইড নিয়ে ফেলি। ভাড়া নিয়ে কথা বলে, রাইডে উঠি, আর ধরে নিই গন্তব্যে ঠিকঠাক পৌঁছাতে পারবো। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় সমস্যাটা। অ্যাপের বাইরে হওয়া এসব রাইডে নেই কোনো ট্র্যাকিং, নেই রাইডার ও ইউজারের তথ্য, এমনকি নেই আমাদের জন্য নিরাপত্তার আশ্বাস। আর তখনই ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বর্তমানে প্রতিদিন ৬০ শতাংশের বেশি বাইক রাইড অ্যাপের বাইরে হচ্ছে, যেখানে ইউজারদের কোনো যাচাই-বাছাই ছাড়াই ভরসা করতে হয় রাইডারের ওপর। এমন অবস্থায় ইউজার ও রাইডার উভয়ই নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ঠিক এই সমস্যার সমাধান আনতেই পাঠাও এনেছে পাঠাও কানেক্ট একটি স্মার্ট, সহজ ও নিরাপদ সমাধান, যা অফলাইন রাইডকেও অনলাইনের মতো সুরক্ষিত করে তোলে।

পাঠাও কানেক্ট এমন একটি ফিচার, যা স্মার্টফোন বা ডেটা না থাকলেও অফলাইনে রাইডের নিরাপত্তা নিশ্চিত করে। ইউজার ও রাইডার কেউ একজন শুধু অ্যাপে নির্ধারিত কোড বা ফোন নম্বর আর ওটিপি দিয়ে রাইড কানেক্ট করলেই সেই রাইডটি পাঠাওয়ের সিস্টেমে সংযুক্ত হয়ে যায়। ফলে রাইডটি ট্র্যাকযোগ্য হয়, রাইডারের তথ্য সেভ থাকে এবং পাঠাওয়ের সব নিরাপত্তামূলক ফিচার যেমন লাইভ লোকেশন শেয়ারিং, চালকের তথ্য, এমনকি বিনামূল্যে ট্রিপ সেফটি কভারেজও অ্যাকটিভ থাকে।

সবচেয়ে বড় কথা পাঠাও কানেক্ট অফলাইনের মতোই ফ্লেক্সিবল। আপনি ইউজারের সঙ্গে সরাসরি ভাড়া ঠিক করতে পারবেন, ক্যাশে পেমেন্ট দিতে পারবেন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। অথচ সেই রাইডটি থাকবে সম্পূর্ণ নিরাপদ, ট্র্যাকযোগ্য ও আপনার নিয়ন্ত্রণে। এখানেই শেষ নয়, পাঠাও কানেক্ট ব্যবহার করে রাইড করলে আপনি পাবেন পাঠাও পয়েন্টস, যা ভবিষ্যতের রাইডে ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়া পাঠাওয়ের নানা অফার ও বেনিফিটও পাবেন কানেক্ট করা রাইড ব্যবহার করলে।

বাংলাদেশের মানুষের যাতায়াতে আরও সহজ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঠাওয়ের এই নতুন ফিচার পাঠাও কানেক্ট। এই উদ্যোগের পেছনের ভাবনাটা খুব সহজ, নিরাপদ রাইড নিশ্চিত করতে ওয়াইফাই দরকার নেই, দরকার সঠিক টুল। দিনশেষে পাঠাও কানেক্ট মানে হলো যেকোনো পরিস্থিতিতেও আপনার জন্য সহজ, নিরাপদ এবং সুরক্ষিত রাইডের নিশ্চয়তা।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings