পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অর্থের সময়মূল্য অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, দ্বাদশ শ্রেণির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র

Md Abu Bakar Siddique
অক্টোবর ৫, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তৃতীয় অধ্যায় : অর্থের সময়মূল্য 

(গত ৩০ সেপ্টেম্বর প্রকাশের পর)

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

৭৮। সেলিম ‘এশিয়া ট্রাস্ট ব্যাংক’ থেকে কিস্তিতে পরিশোধের চুক্তিতে একটি গাড়ি কিনল, এ ধরনের ব্যবস্থাকে বলে-
ক) লিজিং          খ) দীর্ঘমেয়াদি ঋণ
গ) ভোক্তা ঋণ    ঘ) বহুমুখী ঋণ

নিচের উদ্দীপকটি পড়ে ৭৯-৮০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মি. জাকির একজন ব্যবসায়ী। তার ব্যবসায় একটি মেশিন কিনতে ৫০,০০০ টাকা ঋণ নিতে হবে। ঋণের কিস্তি মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে। সুদের হার ২৪% এবং ২ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

৭৯। মি. জাকিরের কিস্তির পরিমাণ কয়টি হবে?
ক) ১২টি    খ) ১৫টি
গ) ১৮টি    ঘ) ২৪টি

৮০। মি জাকিরের মাসিক কিস্তির পরিমাণ কত?
ক) ২২৪৩ টাকা     খ) ২৬৪৩ টাকা
গ) ২৪৪৩ টাকা      ঘ) ২৮৪৩ টাকা

৮১। সুদের হার ১০% হলে বাৎসরিক চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে ভবিষ্যৎ মূল্য কত টাকা?
ক) ৬০,৫০০ টাকা     খ) ৬৫,৫০০ টাকা
গ) ৫৮,৫০০ টাকা     ঘ) ৫৫,৫০০ টাকা

৮২। মি. হামিদ ৪ বছর পর বিমা কোম্পানি থেকে ২,০০,০০০ টাকা পাবেন। ১০% অর্ধবার্ষিক বাট্টার হারে ওই টাকার বর্তমান মূল্য কত টাকা হবে?
ক) ১,২৫,২৮২ টাকা     খ) ১,৩৫,৩৬৮ টাকা
গ) ১,৪৬,২৩২ টাকা     ঘ) ১,৫৯,২৩৪ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে ৮৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৫০ বছর বয়সে চাকরিজীবী হায়দার ভবিষ্যতের জন্য চিন্তা করে বছরে ৬,০০০ টাকা করে ১০% সুদে জমানোর সিদ্ধান্ত নেন।

৮৩। ৬০ বছর বয়সে হায়দার মোট কত টাকা পাবেন?
ক) ৯০,৬৫০ টাকা      খ) ৯২,৬২৫ টাকা
গ) ৯৫,৬২৫ টাকা      ঘ) ৯৮,২৫০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে ৮৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

জনাব ‘অ’ দুই বছরের জন্য অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের শর্তে ১২% সুদে ব্যাংক থেকে ১,০০০ টাকা ঋণ নিলেন।

৮৪। দুই বছর পর ব্যাংক ‘অ’ এর কাছ থেকে কত টাকা পাবে?
ক) ২২৪০ টাকা     খ) ২২০০ টাকা
গ) ১২৬২ টাকা     ঘ) ১,১২০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে ৮৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৮৫। জমির সাহেবের গুলশানে একটি বাড়ি আছে। ব্যবসায়ের প্রয়োজনে ওই বাড়ির বিপরীতে ওরি ব্যাংকের কাছ থেকে তিনি ঋণ নিলেন। তার গৃহীত ঋণটি কোন ধরনের ঋণের অন্তর্গত?

ক) এসএমই      খ) ভোক্তা ঋণ
গ) বন্ধকি ঋণ    ঘ) ক্ষুদ্র ঋণ

নিচের উদ্দীপকটি পড়ে ৮৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

আমিনের কাছে ‘শরৎ সঞ্চয়ী প্রকল্প’ নামের প্রতিষ্ঠান একটি প্রস্তাব নিয়ে আসে। এই প্রকল্পে যদি আমিন ১০০ টাকা করে রাখে তাহলে শতকরা ১০ ভাগ সুদ পাবে।

৮৬। আমিনের ১০০ টাকার বর্তমান মূল্য কত?
ক) ১০০ টাকা    খ) ২০০ টাকা
গ) ১১০ টাকা     ঘ) ১২১ টাকা

উত্তর: ৭৮। গ, ৭৯। ঘ, ৮০। খ, ৮১। ক, ৮২। খ, ৮৩। গ, ৮৪। গ, ৮৫। গ, ৮৬। ক।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।