X

আইপিএল বর্জনের আহ্বান জানালেন ইনজামাম

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একমাত্র ভারতই নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। ভ্রমণের ধকল পোহাতে না হওয়ায় এমনিতেই চাঙা থাকার কথা রোহিত–কোহলিদের। এর সঙ্গে দুবাইয়ের কন্ডিশন ও পিচ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার ব্যাপার তো আছেই।ভারতের এই বাড়তি সুবিধা পাওয়া নিয়ে চারদিকে চলছে বিতর্ক। সেই বিতর্কের রেশ থাকতেই ইনজামাম–উল–হক ভারতীয়দের নিয়ে কড়া সমালোচনায় মুখর হলেন। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান সামনে আনলেন আইপিএল প্রসঙ্গ।বিশ্বের নামিদামি ক্রিকেটাররা আইপিএলে খেললেও ভারতীয় ক্রিকেটারদের বাইরের কোনো লিগে খেলতে দেয় না দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজামাম মনে করেন, অন্য সব দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার না পাঠানো।পাকিস্তানকে দুবাইয়ে গিয়ে ভারতের বিপক্ষে খেলে আসতে হয়েছেরয়টার্স পাকিস্তান এবারের চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক হওয়ার পরও রিজওয়ান–বাবরদের দুবাইয়ে গিয়ে ভারতের বিপক্ষে খেলে আসতে হয়েছে। ভারত সরকারের ‘একগুঁয়েমির’ কারণে এই মুহূর্তে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা চার দলকেই অবস্থান করতে হচ্ছে পাকিস্তানের বাইরে।

আইপিএল-পিএসএলেও ভারত-পাকিস্তান ‘সংঘাত’

অন্য কোনো দেশ আয়োজক দেশে দল না পাঠালে হয়তো সেই দলকে বাদ দিয়ে অন্য কোনো দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হতো। কিন্তু ক্রিকেট–বিশ্বে ভারতের দাপটের কারণে তাদের বাদ দিয়ে বৈশ্বিক আসর আয়োজন করা একরকম অসম্ভব।অন্য সব দলকে যেখানে শহর থেকে শহর, ভেন্যু থেকে ভেন্যুতে ছুটোছুটি করতে হচ্ছে, ভারত সেখানে একই শহরে থেকে একই মাঠে খেলার সুযোগ পাচ্ছে। এটা ভারতীয়দের বিশাল সুবিধা দিচ্ছে বলে দাবি করেছেন মাইক আথারটন, নাসের হুসেইন ও প্যাট কামিন্স। কোহলি–জাদেজাদের বিদেশের লিগে খেলতে দেয় না বিসিসিআইএএফপি পাকিস্তানেও এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। স্বাগতিক হলেও ভারতের বিপক্ষে ম্যাচটি রিজওয়ানের দলকে খেলতে হয়েছে দেশের বাইরে গিয়ে এবং সেই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে।

টেলিভিশন আলোচনায় এই বিতর্কেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম টেনে এনেছেন আইপিএল প্রসঙ্গ। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির কথা বাদ দিন, আইপিএলে কী হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে ঠিকই অংশ নেয়। অথচ ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। ভারত যদি তাদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলোরও একই পদক্ষেপ নেওয়া উচিত।’ শুধু জাতীয় দলের বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারই নন, ভারতীয় ক্রিকেটে সক্রিয় কোনো ক্রিকেটারকে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র দেয় না বিসিসিসিআই।

Main Admin:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings