X

আইফোনের নতুন সংস্করণে ২৯ নিরাপত্তা ত্রুটি হালনাগাদের পরামর্শ

আইফোনের জন্য নতুন নিরাপত্তা হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত আইওএস ১৮.৬ সংস্করণে ২৯টি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের এখনই এই আপডেট ইনস্টল করা উচিত, না হলে তাদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে ঝুঁকিতে পড়তে পারে।

অ্যাপলের সাপোর্ট পেজ অনুযায়ী, এই ত্রুটিগুলোর মধ্যে কিছু এমন, যা ক্ষতিকর ওয়েবসাইটের মাধ্যমে আপনার তথ্য চুরি করতে পারে অথবা কিছু অ্যাপ আপনার অনুমতি ছাড়া ডেটা অ্যাক্সেস করতে পারে।

নিরাপত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান জ্যামফের নিরাপত্তা কৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ স্টেইন জানান, ভালো দিক হলো, এখন পর্যন্ত এসব ত্রুটির কোনোটি ব্যবহার করে আক্রমণ চালানো হয়নি।

তবে এর মানে এই নয় যে ব্যবহারকারীরা আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন। ডিভাইস আপডেট রাখা সাইবার হামলা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি।

অ্যাপল এখনো বিস্তারিতভাবে জানায়নি কোন কোন ত্রুটি সংশোধন করা হয়েছে। এটি সাধারণত করা হয় যাতে হ্যাকাররা সুযোগ নেওয়ার আগে ব্যবহারকারীরা আপডেট করে ফেলতে পারেন।

তবে অ্যাপল জানিয়েছে, বেশিরভাগ সমস্যাই ওয়েবকিট-এর সঙ্গে সম্পর্কিত-এটি সেই টুলসেট যা সাফারি ব্রাউজারে ওয়েব কনটেন্ট দেখায়। এই ওয়েবকিটে এমন কিছু ত্রুটি ছিল, যা দিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি করতে পারত বা ডিভাইসকে অকার্যকর করে ফেলতে পারত।

অ্যাপলের তথ্যমতে, সংশোধিত ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর একটি হচ্ছে সিভিই–২০২৫–৪৩২২। এর মাধ্যমে কোনো ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি করতে পারবে।

এছাড়া আইফোনের কোরঅডিও ও কোরমিডিয়া ফ্রেমওয়ার্কেও একাধিক ত্রুটি পাওয়া গেছে। অডিও ও ভিডিও প্রক্রিয়াজাতকরণ ও মেমোরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এই প্রযুক্তিগুলো আইফোনের নানা গুরুত্বপূর্ণ সুবিধায় ব্যবহৃত হয়। ফলে এই ত্রুটিগুলোও হ্যাকারদের জন্য আক্রমণের কেন্দ্র বিন্দু  হয়ে উঠতে পারে।

নতুন আপডেটে নিরাপত্তাজনিত ত্রুটির পাশাপাশি একটি বহুল ব্যবহৃত সুবিধার ত্রুটিও সমাধান করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘মেমোরি মুভি’ সুবিধা ব্যবহার করে ছবি নিয়ে ছোট ভিডিও তৈরির পর অনেক ব্যবহারকারী তা শেয়ার করতে পারছিলেন না।

নতুন হালনাগাদে এই সমস্যা দূর করা হয়েছে।

তবে আইওএস ১৮–এর পুরোনো কয়েকটি সমস্যা এখনো রয়েছে। যেমন মেইল অ্যাপ বন্ধ হয়ে যাওয়া, ওয়াই–ফাই সংযোগে বিঘ্ন ও দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়ার মতো সমস্যা গুলোর এখনো কোনো আপডেট মেলেনি।

জ্যামফের কর্মকর্তারা জানিয়েছেন, যন্ত্রের নেটওয়ার্ক যোগাযোগব্যবস্থায় এখনো কিছু ঘাটতি রয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। জশ স্টেইন বলেন, ‘এই আপডেট আকারে ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি। তাই ব্যবহারকারীদের এখনই আপডেট করে নেওয়া উচিত।’

আইফোন ছাড়া ও অ্যাপল তাদের অন্যান্য যন্ত্রের জন্য আলাদা করে নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ম্যাক, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি ও অ্যাপল ভিশন প্রো। তবে যেসব পুরোনো মডেলের আইপ্যাড নতুন আইপ্যাডওএস ১৮ সংস্করণে হালনাগাদ করা সম্ভব নয়, সেগুলোর জন্য আলাদাভাবে প্রকাশ করা হয়েছে আইপ্যাডওএস ১৭.৭.৯ সংস্করণ।

সূত্র : ফক্স নিউজ।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings