X

আড়াইহাজারে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে নবী নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দড়ি বিশনন্দী এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকার লুইছা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মধ্যরাতে দড়ি বিশনন্দীর ইলিয়াস বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকারে করলে ডাকাতরা তাদের ওপর হামলা করে কুপিয়ে চারজনকে জখম করে। পরে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশেপাশের লোকজনকে জড়ো করে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতা নবী হোসেনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings