পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

Md Abu Bakar Siddique
জুলাই ১০, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

আবারও ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের সামরিক চাপ আরও জোরদারের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বৃহস্পতিবার জানান, তারা একটি ‘গুণগত সামরিক অভিযান’ পরিচালনা করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

একইসঙ্গে, গ্রিসের পরিচালিত ও লাইবেরিয়ার ফ্ল্যাগধারী ‘ইটারনিটি সি’ নামক একটি পণ্যবাহী জাহাজে হুথিদের হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন বলে জানায় সামুদ্রিক নিরাপত্তা সূত্র। মোট ২৫ জনের মধ্যে ১০ জন নাবিককে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, ১১ জন এখনও নিখোঁজ। এর মধ্যে ৬ জন হুথিদের হেফাজতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার হুথি মুখপাত্র সারি জানান, তারা জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তবে ইয়েমেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে একে ‘অপহরণ’ বলে আখ্যা দিয়ে বলেছে, হুথিরা নাবিকদের হত্যার পর জাহাজ ডুবিয়েছে ও উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করেছে।

ইটারনিটি সি’র ওপর এই হামলার ঠিক এক দিন আগেই হুথিরা ‘ম্যাজিক সিজ’ নামক আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দেয়। তবে ওই জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এই ধারাবাহিক হামলার পর হুথিরা ঘোষণা করে, ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির জাহাজগুলো এখন তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’। তারা জানায়, যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ প্রত্যাহার করা হচ্ছে, ততদিন লোহিত ও আরব সাগরে ইসরায়েলি নৌ-চলাচল বন্ধ রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: আল-জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।