X

আবু সাঈদ হত্যা: ডা. রিয়াজুলের জবানবন্দি, ময়নাতদন্তের প্রথম রিপোর্টই সঠিক

জুলাই অভ্যুত্থানে প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দিতে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রাজিবুল ইসলাম বলেছেন, ‘সাঈদ হত্যার ময়নাতদন্তের রিপোর্ট পাঁচবার পরিবর্তন করা হলেও প্রথম রিপোর্টই সঠিক ছিল।’সোমবার (৮ সেপ্টেম্বরে) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থিত হয়ে সাক্ষ্য দেন রাজিবুল ইসলাম। সাক্ষীর জবানবন্দিতে তিনি বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে, প্রথমে এমন রিপোর্ট দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। নানামুখী চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট পরবর্তীতে পাঁচবার বদলানো হয়। তবে ময়নাতদন্তের প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।’আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বিচারাধীন মামলাতেও একই ধরনের সাক্ষ্য দেন ডা. রাজিবুল ইসলাম।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings