X

আর্থিক বাজারের আইনগত দিকগুলো অধ্যায়ের ৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র

দ্বিতীয় অধ্যায় : আর্থিক বাজারের আইনগত দিকগুলো 

(৪ সেপ্টেম্বর প্রকাশের পর)

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

 

প্রশ্ন: মুদ্রাবাজার বলতে কী বোঝায়?
উত্তর: যে বাজারে স্বল্পমেয়াদি সিকিউরিটিজ কেনাবেচা হয় তাকে মুদ্রাবাজার বলে। মুদ্রাবাজারে বিভিন্ন প্রতিষ্ঠান ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি বিক্রির মাধ্যমে স্বল্পমেয়াদি অর্থায়ন করে থাকে। বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক এবং বাণিজ্যিক ব্যাংক মধ্যমণি হিসেবে কাজ করে।

প্রশ্ন: আর্থিক বাজার বলতে কী বোঝায়?
উত্তর: আর্থিক বাজার বলতে সেই বাজারকে বোঝায় যেখানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ কেনাবেচা করা হয়।
আর্থিক বাজারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা- মুদ্রাবাজার এবং মূলধন বাজার। মুদ্রাবাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ এবং মূলধন বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ কেনাবেচা করা হয়।

প্রশ্ন: ‘প্রাথমিক বাজার তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ’ ব্যাখ্যা করো।
উত্তর: যে বাজারে কোনো কোম্পানি শেয়ার, বন্ড ইত্যাদি বিক্রির প্রথম প্রস্তাব করে তাকে প্রাথমিক বাজার বলে।
প্রাথমিক বাজার সেকেন্ডারি মাধ্যমিক বাজারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ। কারণ শেয়ার বা বন্ডের বাজারমূল্য সেকেন্ডারি বাজারে ওঠানামা করে। এছাড়া সেকেন্ডারি বাজারের তুলনায় প্রাথমিক বাজারে জালিয়াতির সুযোগ কম থাকে। এসব কারণে প্রাথমিক বাজার তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ।

আরো পড়ুন : আর্থিক বাজারের আইনগত দিকগুলো অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

প্রশ্ন: মানি লন্ডারিং কী? বুঝিয়ে লেখ।
উত্তর: অবৈধভাবে অর্থ উপার্জন করে অবৈধভাবে স্থানান্তর করাকে মানি লন্ডারিং বলে।
অবৈধভাবে উপার্জিত অর্থ মানুষ গোপন করার উদ্দেশ্যে বিভিন্ন কৌশল ব্যবহার করে। যাতে তদন্তকারী কর্তৃপক্ষ সহজে অবৈধ উপার্জন সম্পর্কে জানতে না পারে। প্রথমে অবৈধ উপার্জন ব্যাংকে জমা করে পরিচিতজনদের হিসেবে স্থানান্তর করে। পরিচিতজনদের হিসাব থেকে ওই অর্থ উত্তোলন করে বৈধ কাজে ব্যবহার করা হয় যাতে লোকজন অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলতে না পারে। অবৈধ অর্থের এভাবে অবৈধ স্থানান্তরই মানি লন্ডারিং।

প্রশ্ন: ‘মানি লন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।’ ব্যাখ্যা করো।
উত্তর: অবৈধভাবে অর্থ উপার্জন এবং এর স্থানান্তরকে বা তা বৈধ করার বিভিন্ন পন্থাকে মানি লন্ডারিং বলে।
মানি লন্ডারিং দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল করে উন্নয়নে বাধা সৃষ্টি করে। মানি লন্ডারিংয়ের ফলে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায়। যার কারণে অর্থনৈতিক উন্নয়ন বেগবান করা যায় না। তাই বলা যায়, মানি লন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।

প্রশ্ন: ‘কল মানি বাজার’ বলতে কী বোঝায়?
উত্তর: আন্তঃব্যাংক লেনদেনের ঋণের বাজারকে কলমানি বাজার বলে।
কলমানি বাজার হচ্ছে আন্তঃব্যাংক লেনদেনের বাজার যেখানে কোনো ব্যাংকের তহবিল ঘাটতি থাকলে স্বল্প সময়ের জন্য অন্য ব্যাংক থেকে ধার নিয়ে প্রয়োজন মেটাতে পারে। আন্তঃব্যাংক লেনদেনে ধার বা ঋণের বিনিময়ে যে হারে সুদ দেওয়া হয় তাকে কলমানি রেট বলে।

প্রশ্ন: OTC মার্কেট বলতে কী বোঝায়?
উত্তর: কোনো শেয়ারবাজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়া যে বাজারে ক্রেতা-বিক্রেতার মধ্যে শেয়ার কেনাবেচা করা হয় তাকে OTC (Over The Counter) বাজার বলে।
OTC মার্কেটে মূলত ডিলারদের মাধ্যমে সিকিউরিটিজ কেনাবেচা হয়। স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত কোম্পানির শেয়ারও এ বাজারে লেনদেন হয়। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ OTC মার্কেট চালু রয়েছে।

 

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

Categories: শিক্ষা
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings