জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ জানিয়েছে, ইরানে তাদের পরিদর্শক দল নিরাপদে দেশটি ছেড়ে ভিয়েনার সদর দপ্তরে ফিরেছে। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করার পর সংস্থাটি আবারও ‘অপরিহার্য পর্যবেক্ষণ’ কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএইএ।
গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগপৎ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পর উত্তেজনা বাড়ে। ১২ দিনব্যাপী ওই সংঘাতের পর তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয়।
ভিয়েনা থেকে এএফপি জানায়, শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘সাম্প্রতিক সামরিক সংঘাত চলাকালে তেহরানে অবস্থানের পর আজ একটি আইএইএ পরিদর্শক দল নিরাপদে ইরান ত্যাগ করেছে এবং ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে ফিরে যাচ্ছে।’
আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, ‘ইরানে পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম পুনরায় শুরু করতে তেহরানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, গত ২৫ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর ইরানি পার্লামেন্ট এক ভোটাভুটির মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয়। গত বুধবার ইরান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করে।
ইরানি সংবাদমাধ্যম জানায়, এই আইন মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)’র আওতায় ইরানের নিজস্ব অধিকার সংরক্ষণে প্রণীত হয়েছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে।
তেহরানের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। তারা ইসরায়েলের হামলার কারণে স্থগিত হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরু করতে ইরানকে আহ্বান জানিয়ে আসছিল।
সূত্র : ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল