X

ইসরায়েলবিরোধী মন্তব্যে জাতিসংঘ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইসরায়েলবিরোধী মন্তব্যে জাতিসংঘ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের সমালোচনার কারণে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (স্থানীয় সময়) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযান’ পরিচালনা করছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলবানিজ জাতিসংঘের অধীনস্থ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত বিশেষ দূতের দায়িত্বে রয়েছেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে তিনি অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

ইসরায়েলপন্থী মহল দীর্ঘদিন ধরেই আলবানিজের সমালোচনা করে আসছে এবং তাকে জাতিসংঘের পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছে।

আল জাজিরা থেকে যোগাযোগ করা হলে আলবানিজ যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করে প্রত্যুত্তর দেন। তিনি জানান, “মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই। আমি সদস্যরাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং দোষীদের শাস্তির বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে ব্যস্ত—আর যাদের এতে লাভ হয়, তাদেরও।”

এর আগে বুধবার ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে আলবানিজ বলেন, তারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।

সূত্র: আল জাজিরা

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings