X

উইন্ডিজকে গুঁড়িয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

উজ্জীবিত পারফরম্যান্সে টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে অবিস্মরণীয় সিরিজ জয়ের আনন্দে মাতল আইসিসির সহযোগী দেশ নেপাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেপালের জয় ৯০ রানে। ১৭৩ রানের পুঁজি গড়ে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা।তিন ম্যাচের সিরিজ নেপাল জিতে নিল এক ম্যাচ হাতে রেখেই। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের পথ ধরে এবার প্রথম সিরিজ জয়ের স্বাদও পেল এশিয়ার দেশটি। আর এই সব কিছুই এলো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজে। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ল নেপাল। ২০১৬ সালে শারজাহতেই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৮১ রানের জয় ছিল আগের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হলো বিব্রতকর এক রেকর্ড। তাদের ৮৩ রান কোনো সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের সর্বনিম্ন। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের ৮৮ রান ছিল আগের সর্বনিম্ন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেপাল আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান করে। জবাবে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা। জয় পায় ৯০ রানে। নেপালের হয়ে ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৬৮ রান করেন  আসিফ। ৫ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জরা। তাদের দুই জনের ব্যাটেই বড় সংগ্রহ পায় নেপাল। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান।

স্কোরবোর্ড দেখলেই বোঝা যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং একটুও ভালো হয়নি। রান তাড়ায় নিয়মিত উইকেট হারায় তারা । প্রথম ৫ ওভারে ক্যারিবিয়ানরা করতে পারে কেবল ৭ রান। প্রথম বাউন্ডারি পায় ৩৪ বলে। সর্বোচ্চ ২১ রান করেন জেসন হোলডার। বল হাতে নেপালের সফলতম বোলার মোহাম্মাদ আদিল। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন ২১ বছর বয়সী পেসার। ১৬ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার কুশাল ভুর্তেল। একই মাঠে মঙ্গলবার হবে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে মঙ্গলবার হবে সিরিজের শেষ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ২০ ওভারে ১৭৩/৬ (ভুর্তেল ২, আসিফ ৬৮, রোহিত ৩, মাল্লা ৭, জরা ৬৩, ঝা ৬, আদিল ১১; ব্লেডস ৪-০-২৭-১, আকিল ৪-০-২১-২, হোল্ডার ৪-০-৩৯-০, বিদেইসি ৩-০-২৮-০, জিশান ১-০-১৩-০, অ্যালেন ২-০-১৬-০, মেয়ার্স ২-০-২৬-২)

ওয়েস্ট ইন্ডিজ: ১৭.১ ওভারে ৮৩ (অ্যান্ড্রু ২, মেয়ার্স ৬, কার্টি ১, ওগিস ১৭, জাঙ্গু ১৬, হোল্ডার ২১, অ্যালেন ৭, আকিল ০, বিদেইসি ২, জিশান ৩, ব্লেডস ১*; দিপেন্দ্রা ৩-০-৪-১, কারান ২-০-৩-১, কামি ১-০-৮-০, রোহিত ২-০-১১-০ আদিল ৪-০-২৪-৪, ভুর্তেল ২.১-১-১৬-৩, রাজবানশি ৩-০-১৩-১)

ফল: নেপাল ৯০ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে নেপাল

ম্যান অব দা ম্যাচ: আসিফ শেখ

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings