পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

একজনের নামে সর্বোচ্চ ১০ সিম: ১৫ আগস্ট থেকে কার্যকর নতুন সীমাবদ্ধতা

Md Abu Bakar Siddique
জুলাই ৯, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ৯ জুলাই ২০২৫ একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন—এ বিধান আগামী ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে এবং দেশের সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন। এর বেশি সিম থাকলে, তা ১৫ আগস্টের আগেই নিষ্ক্রিয় বা বাতিল করা হবে।এই সিদ্ধান্তের লক্ষ্য হলো অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ, সিম জালিয়াতি হ্রাস এবং নিয়ন্ত্রিত টেলিযোগাযোগ নীতিমালা বাস্তবায়ন করা।

কীভাবে হিসাব হবে?

বর্তমানে একজন ব্যক্তি যে কোনো মোবাইল অপারেটরের একাধিক সিম ব্যবহার করতে পারেন। কেউ কেউ একই এনআইডির বিপরীতে ১৫-২০টি সিমও ব্যবহার করছেন। নতুন নিয়ম অনুযায়ী, এনআইডি ভিত্তিক সিম সংখ্যা ১০টির বেশি হলে গ্রাহককে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম বন্ধ করতে হবে।

এক্ষেত্রে বিটিআরসি জানায়, যাদের সিম সংখ্যা ১০টির বেশি, তারা ১৪ আগস্টের মধ্যে যে সিমগুলো রাখতে চান, তা চিহ্নিত করে অপারেটরের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। অন্যথায়, স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সিমগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে।

সিম সংখ্যা জানতে কী করবেন?

নিজের নামে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে গ্রাহকরা বিটিআরসি নির্ধারিত ‘সিম রেজিস্ট্রেশন চেক’ সার্ভিস ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোনের বার্তায় “info” লিখে ১৬০০১ নম্বরে পাঠালে এনআইডির অধীনে কতটি সিম চালু আছে, তা ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে।

এই সেবার মাধ্যমে গ্রাহকরা দ্রুত জানতে পারবেন তাদের এনআইডিতে কোনো অবৈধ বা অজানা সিম নিবন্ধিত আছে কি না। এমনটি থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট অপারেটরের কাছে গিয়ে তা বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

বিটিআরসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বেশিরভাগ মোবাইল সিম অবৈধভাবে নিবন্ধিত বা ভুয়া এনআইডিতে নিবন্ধিত। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় অপরাধীদের সনাক্ত করতে সমস্যায় পড়ে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন,

“বিভিন্ন অপরাধ, যেমন প্রতারণা, ব্ল্যাকমেইলিং, মাদকের চালান ও চাঁদাবাজিতে সিম ব্যবহারের অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, মোবাইল সিম ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং জাতীয় নিরাপত্তা জোরদারে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

ব্যতিক্রম থাকবে?

হ্যাঁ, এই সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে ব্যতিক্রমযোগ্য হতে পারে। যেমন—কর্পোরেট সিম, বিশেষ প্রতিষ্ঠানের নামের সিম, বা প্রবাসীদের ক্ষেত্রে আলাদাভাবে নিয়ম প্রযোজ্য হতে পারে। তবে এ বিষয়ে আলাদা নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে।

অপারেটরদের প্রস্তুতি

সব মোবাইল অপারেটরদের ইতোমধ্যে বিটিআরসি নির্দেশ দিয়েছে যাতে তারা গ্রাহকদের ব্যক্তিগত এনআইডির সঙ্গে সিম সংখ্যা যাচাই করে এবং প্রয়োজনীয় সমন্বয় করে। গ্রাহকদের নিয়মিতভাবে এসএমএস ও অ্যাপের মাধ্যমে অবহিত করা হচ্ছে।

গ্রামীণফোন, রবি, বাংলালিংক, ও টেলিটক ইতোমধ্যে নিজেদের ওয়েবসাইট ও অ্যাপে সিম ব্যবস্থাপনা সুবিধা চালু করেছে। কেউ চাইলে অনলাইনেই নিজের সিম সংখ্যা চেক করে অপ্রয়োজনীয় সিম বন্ধ করতে পারবেন।

গ্রাহকদের প্রতি আহ্বান

বিটিআরসি সাধারণ গ্রাহকদের ১৫ আগস্টের আগে নিজের সিম সংখ্যা যাচাই করে অতিরিক্ত সিম বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যথায়, অতিরিক্ত সিমগুলো অটোমেটিক নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, যার ফলে জরুরি সময়েও যোগাযোগে সমস্যা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।