X

এডমিশন কার্নিভালে বিশেষ অফারে ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি

এডমিশন কার্নিভালে বিশেষ অফারে ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে এডমিশন কার্নিভাল সামার ২০২৫- উপলক্ষে বিশেষ অফারে ভর্তির সুযোগ।

এডমিশন কার্নিভালে থাকছে ভর্তি ফি-র উপরে ৫০% ডিস্কাউন্ট ও প্রথম সেমিষ্টারে টিউশন ফিস-র উপরে ১০% ওয়েবার। আগামী ৫ অগাস্ট পর্যন্ত চলবে এই অফার। ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯ টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে এই ইউনিভার্সিটি।

এডমিশন কার্নিভাল সামার – ২০২৫ চলাকালীন সময়ের মধ্যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর- (৫১, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা ক্যাম্পাসে)।

পাশাপাশি ভর্তি তথ্য জানার জন্য এবং অনলাইনে ভর্তির আবেদন করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট www.stamforduniversity.edu.bd ভিজিট করতে পারেন এবং ০৯৬১৩-৬২২৬২২ এই নাম্বারে সরাসরি ভর্তি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন।

গবেষণা ও কর্মমুখী শিক্ষা প্রদান, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস, (স্বল্প পরিসরে ক্লাস শুরু হয়েছে) আধুনিক ও ডিজিটালাইজড ক্লাসরুম, ফ্রি ইন্টারনেটের সুব্যবস্থা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, প্লে গ্রাউন্ড, সমৃদ্ধ লাইব্রেরি ও আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট তৈরির মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টি জনপ্রিয়তার শীর্ষে দেশী-বিদেশী শিক্ষার্থীদের কাছে।

এডমিশন সামার-২০২৫-এ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা উন্নত এবং বিশ্বমানের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ নিম্নোক্ত আধুনিক, যুগোপযোগী ও গবেষণাধর্মী প্রোগ্রাম সমূহে ভর্তি হতে পারেন।

প্রোগ্রাম সমূহ হচ্ছে- ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলার অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এমএস ইন মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অব ফার্মেসী, মাস্টার অব ফার্মেসী, ব্যাচেলর অব ল’, মাস্টার অব ল’, ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারি ও ফাইনাল), বিএসএস ইন ইকোনমিক্স, এমএসএস ইন ইকোনমিক্স, বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়া, এমএসএস ইন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম এন্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম এন্ড মিডিয়া, ব্যাচেলর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়াও ইউজিসির- অনুমোদিত প্রোগ্রাম থিয়েটার স্টাডিজ, এপ্লাইড নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, স্টামফোর্ড ইন্সটিটিউট অন এডিকশন এন্ড রিহ্যাবিলিটেশন এর অধীনে মাস্টার অব এডিকশন এন্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রামটি চালু করা হচ্ছে।

এছাড়াও, জাপানি ল্যাংগুয়েজ কোর্স ও IELTS কোর্সে ভর্তি নিচ্ছে এই ইউনিভার্সিটি।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings