X

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

একের পর এক নতুন দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক বাজার পরিধি বিস্তৃত করে চলেছে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ওয়ালটন পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণ করা হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, যা ওয়েস্ট ইন্ডিজ নামেও পরিচিত।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে সম্প্রতি বার্বাডোসের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘বারগেইন ওয়্যারহাউজ’ এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই- টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

চুক্তিতে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং বারগেইন ওয়্যারহাউজের ম্যানেজিং ডিরেক্টর মো. যুহেইর যায়ৌনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, চুক্তি অনুযায়ী ক্যারিবিয়ান অঞ্চলের ১৬ টি দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে বারগেইন ওয়্যারহাউজ। প্রাথমিক ধাপে বার্বাডোসে ওয়ালটন ব্র্যান্ডের স্পিøট ও কমার্শিয়াল এসির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দ্বীপগুলোতেও ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রীও পাঠানো হবে।

তিনি বলেন, ভোগোলিক অবস্থান এবং ইলেকট্রনিক্স খাতের বাৎসরিক বাজারের দিক থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। উত্তর ও মধ্য আমেরিকার মাঝে এই অঞ্চলটির অবস্থান। এই অঞ্চলে ব্র্যান্ড বিজনেস চালুর মধ্য দিয়ে একদিকে ওয়ালটন পণ্যের সম্ভাবনাময় এক বড় বাজার তৈরি হলো। অন্যদিকে উত্তর ও মধ্য আমেরিকাতেও ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পথ আরো সুগোম হবে। তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার অগ্রযাত্রায় ওয়ালটন আরেকটি বিশাল মাইলফলক অর্জন করলো।

এদিকে উন্নত বিশ্বের নতুন নতুন দেশে ওয়ালটন এসির বৈশ্বিক বাজার সম্প্রসারণ হচ্ছে প্রতিনিয়ত। এই সাফল্যের প্রসঙ্গে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তি, টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটনের স্প্লিট, ভিআরএফ এবং চিলার টাইপ কর্মাশিয়াল এসি। যার প্রেক্ষিতে সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোতে ওয়ালটন এসির বৈশ্বিক বাজার প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে। এরই ধারাবাহিকতায় বার্বাডোসের মধ্য দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন এসির বাজার সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, গ্লোবাল বিজনেস পার্টনার বা পরিবেশকের মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের ৫০টিরও দেশে ওয়ালটন পণ্যের বৈশ্বিক বাজার পরিচালিত হচ্ছে।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings