পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটি জয়পুরে জরুরি অবতরণ

user user
জুলাই ৭, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট আবারও কারিগরি সমস্যার মুখে পড়েছে ভারতের এয়ার ইন্ডিয়ার। সৌদি আরবের রিয়াদ থেকে দিল্লিগামী এআই৯২৬ ফ্লাইটটি মাঝপথে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।

ফ্লাইটটি রিয়াদ থেকে বিকেল ৫টার কিছু পরে উড্ডয়ন করেছিল এবং রাত ১টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে মাঝপথে কোনো এক কারিগরি ত্রুটির কারণে সেটি জয়পুরে অবতরণ করতে বাধ্য হয়। যদিও কী কারণে ফ্লাইটটি জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগেও গত সপ্তাহে টোকিও থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় কলকাতায় অবতরণ করে। ওই সময় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প অবতরণ করা হয়েছে এবং বিমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

গত জুন মাসে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে দিল্লিগামী আরেকটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট মাঝআকাশে বোমা হুমকির মুখে পড়ে রিয়াদে জরুরি অবতরণ করে। যদিও পরে তদন্তে জানা যায়, সেখানে কোনো বিস্ফোরক ছিল না এবং সব যাত্রী নিরাপদে ছিলেন।

এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা ও ফ্লিট মেইনটেন্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।