X

কোনো নির্বাচনেই ইভিএম নয়,পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট,

সৈয়দ খায়রুল আলম,অনলাইন ডেস্ক,ঢাকা:

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। এছাড়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর কোনো নির্বাচনে ব্যবহার হবে না।

বৃহস্পতিবার অষ্টম কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ইসি মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে, আগে যেমন ব্যালট পাঠানো হতো রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে… এবার হবে আইটি সাপোর্টেড এবং আগেই অনলাইনে নিবন্ধন করতে হবে।

বিভিন্ন প্রস্তাবিত পদ্ধতি প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, একটা প্রস্তাব আছে সাথে সাথেই ব্যালট প্রিন্ট করা হবে, আরেকটা প্রস্তাব হচ্ছে ব্ল্যাংক ব্যালট, সেখানে প্রার্থীর নাম লিখে ভোটার পাঠিয়ে দেবে। আমরা যদি মার্কা ব্যালটে ছাপিয়ে দুই মাস আগে ব্যালট পাঠাই, যাতে মার্কায় ভোট দিয়ে দেয়। এসব প্রস্তাব আছে। প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশনের জন্য আলাদা প্রকল্প হবে। আমরা ট্রায়াল প্রসেসে যেতে পারব।

তিনি বলেন, ইভিএম আরো কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এজন্য আলাদা কমিটি গঠনের মাধ্যমে ইভিএমের বিষয়টি নিষ্পত্তি করা হবে।

এই নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালটের জন্য ৪৮ কোটি টাকার প্রকল্প হবে। সরকারিভাবে ভোট নিতে হলে ভোটার প্রতি ৭০০ টাকার মতো ব্যয় হবে। এতে একটা বড় অংশকে ভোটে আনা সম্ভব। প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তিন সপ্তাহ প্রচারের ব্যবস্থা করা হবে। ভোটাররা অনলাইনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করবেন।

user user:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings