জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরের মসজিদে-মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ঢাকাসহ সব জেলা ও মহানগরে মৌন মিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান। তিনি জানান, শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে মসজিদে-মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ঢাকাসহ সব জেলা ও মহানগরে মৌন মিছিল অনুষ্ঠিত হবে।
দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলে যোগ দেয়ার জন্য অনুরোধ করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।