X

“গীতি-কাব্যে বর্ষা” শিরোনামে কৃষ্টিবন্ধনের  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সৈয়দ খায়রুল আলম, ঢাকা ডেস্কঃ
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “গীতি-কাব্যে বর্ষা” শিরোনামে কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বরেণ্য আবৃত্তিজন মাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক মোজাফফার বাবু।অনুষ্ঠানে সভাপতিত্ব করে সংগঠনটির সভাপতি ড. সবুজ শামীম আহসান।  প্রাণবন্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সংগঠনের উপদেষ্টা সব্যসাচী ড. সিরাজুর রহমান ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী দিল আফরোজ মিতা।
প্রথম পর্বে ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস এর সঙ্গীত পরিচালনায় কৃষ্টিবন্ধনের নিজস্ব শিল্পীগণ সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনা করেন।
দ্বিতীয় পর্বে বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পীগণ আবৃত্তি করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস, সৈয়দ একতেদার আলী, নাদিয়া আরেফিন শাওন, গুলশান বহ্নি, সনৎ কুমার ঘোষ, ওমর ফারুক, মিতা মল্লিক, সামসাদ শাহানীন, অনন্যা মজুমদার, সুচিত্রা দাস, অবন্তী, শুভা, প্রথমা, ঝিলিক ও দীপা রোজারিও প্রমুখ।
আবৃত্তি করেন মাসকুর-এ-সাত্তার কল্লোল, ড. সিরাজুর রহমান, গাউসুল আজম, দিল আফরোজ মিতা, শিরিন ইসলাম, সৈয়দা সাজিদা খানম স্নিগ্ধা, মাসুম আজিজুল বাশার, ডা. শারমিন তন্বী, নাঈমা সুলতানা, ফারজানা এ্যলি, জিনিয়া ফেরদৌস রুনা, ডা. নাদিয়া হক, উজ্জ্বল মাহামুদ, সুরাইয়া চৌধুরী, রশিদ কামাল, মুনা চৌধুরী, ফারিন তামান্না, রুহুল আমিন, হালিমা আক্তার পারভীন , মাসুদ রানা প্রমুখ।
সার্বিক সহযোগিতার জন্য কাজী তাইফুরুল করিম, আইনজীবী হাসানুর রহমান হাসান, আফরোজা বেগম,রানা সোহেলের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষ্টিবন্ধন সংগঠনটির সভাপতি ড. সবুজ শামীম আহসান আমন্ত্রিত অতিথি ও শিল্পীগণের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিপূর্ণতা পেয়েছে বলে, তিনি বাংলাদেশ ভারত ছাড়াও বিভিন্ন দেশে কৃষ্টিবন্ধনের শাখা কমিটিও একযোগে কাজ করছে।

Categories: বিনোদন
user user:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings