X

চবিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে দিনব্যাপী এ কনফারেন্সে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশ নেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। স্বাগত বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আনোয়ার হোসেন।

৮ম রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বারেন্স ডে ২০২৫ উপলক্ষে আয়োজিত এই কনফারেন্সে তিন পর্বে বিভক্ত একাডেমিক সেশনে দেশি-বিদেশি গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রথম পর্বে সেশন চেয়ার ছিলেন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. রামা ইসলাম, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুর রশীদ, চেক প্রজাতন্ত্রের পালাস্কি ইউনিভার্সিটির ড. মনিকা ভার্মা ও চবির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষজ্ঞ আলোচক ছিলেন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

দ্বিতীয় পর্বে সেশন চেয়ার ছিলেন অধ্যাপক ড. আলা উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক ড. আব্দুল মালেক, চবির আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক শাখাওয়াত সাজ্জাত সেজান, ব্রাকের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. শাহজাহান আলী সরকার ও ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গবেষক আশিষ কুমার। আলোচক ছিলেন রোহিঙ্গা ইতিহাসবিদ আমান উল্লাহ।

তৃতীয় পর্বে সেশন চেয়ার ছিলেন অধ্যাপক ড. খাদিজা মিতু। প্রবন্ধ উপস্থাপন করেন চবির অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, সাস্টের অধ্যাপক ড. আল আমিন রাব্বি, যুক্তরাজ্যের এলএসই-এর পিএইচডি গবেষক বিষ্ণু প্রসাদ, আইসিডিডিআরবি’র গবেষক মোহাম্মদ শাহেদ মুমিন। আলোচক ছিলেন অধ্যাপক ড. এন এম সাজ্জাদুল হক।

সমাপনীতে সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এক্সক্লুসিভ রাউন্ড টেবিল অনুষ্ঠিত হয়। মডারেটর ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, রোহিঙ্গা ইতিহাসবিদ আমান উল্লাহ ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings