চুনারুঘাটে নিহত রাজু মিয়ার বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া (৫০) হত্যার ঘটনায় পুলিশ সুপার রেজাউল হক খান ও অতিরিক্ত পুলিশ সুপার নিহতের বাড়ি যান এবং ঘটনাস্থল গতকাল শনিবার পরিদর্শন করেন। পুলিশ সুপার এসময় দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাপটারহাওরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ওই গ্রামের রাজু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের তার ভাতিজা তুতা মিয়ার ছেলে হাছন মিয়ার (৩৫) জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রাজুর বসতভিটায় হাছন মিয়া লোকজন নিয়ে হামলা চালান। হামলায় রাজু গুরুতর আহত হলে প্রথমে তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুরে মারা যান।

AddThis Website Tools
Main Admin:
whatsapp
line