X

ছাত্রদল নেতা হত্যায় সাবের হোসেনসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রসফায়ারে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৬২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি।

রবিবার (২৮ জুন) সকালে ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাহউদ্দিন খান।

অভিযোগ দিয়ে গণমামাধ্যমকে তিনি জানান, ২০১৫ সালে জেলখানায় এক বন্ধুকে দেখতে যান জনি। সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে দুদিন পর ১৬টি গুলি করে ক্রসফায়ার করে হত্যা করা হয় তাকে।

সালাহউদ্দিন খান জানান, এখন পর্যন্ত এ মামলার সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে তারা ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন। এর মাধ্যমে দ্রুত ন্যায় বিচার পাবেন বলে আশা তাদের।

এজাহারে বলা হয়, ২০১৫ সালের ১৯ জানুযারি সকালে নুরুজ্জামান জনি ও তার সহপাঠী মইন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মনিরুজ্জামান হীরাকে দেখতে যান। কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে আসামিরা জনি ও মইনকে ডিবি পরিচয় দিয়ে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালায়। পরে তাদের ডিবি ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়েও নির্যাতন চালানো হয়।

 

এতে আরও বলা হয়,২০ জানুয়ারি তাকে নির্যাতন করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নুরুজ্জামান জনির বুকের বামে, ডান দিকে, দুই হাতের তালুতে ১৬টি গুলির চিহ্ন দেখতে পাওয়া যায়। মরদেহ গ্রহণ না করলে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয় জনির স্বজনদের।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings