X

জবি শিক্ষককে হেনস্তার অভিযোগে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো গিয়াসউদ্দিন দ্বারা এক শিক্ষককে অপমান এবং অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে মানববন্ধনে রেজিস্ট্রারের পদত্যাগের দাবি জানান তারা।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, আমরা যখন কোনো যৌক্তিক প্রশ্ন বা সমস্যা নিয়ে তার দফরে যাই, তখন তিনি আমাদের সঙ্গে সহানুভূতির পরিবর্তে বিরূপ এবং অপমানজনক ভাষায় প্রতিক্রিয়া জানান। একজন প্রশাসনিক কর্মকর্তার এমন আচরণ শুধুমাত্র একজন শিক্ষার্থী নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।

তিনি বলেন, তিনি শুধু সাধারণ শিক্ষার্থীর সঙ্গে নয়, আমাদের বিভাগের স্যারের সঙ্গে একই রকম ব্যবহার করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই, জুলাই পরবর্তী সময়ে এ রকম স্বৈরাচারী আচরণ মেনে হওয়া হবে না। তিনি যদি স্বৈরাচার হয়ে উঠতে চান, তাহলে তার অবস্থা ভালো হবে না।

‎একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা তিনি এখন রেগে যাওয়া বাছুরের মতো আচরণ করছেন। তিনি যদি রাগতেই চান… তাহলে তিনি মাঠে যাক। স্বৈরাচারের দোসরদের ঠিকানা এই বিশ্ববিদ্যালয়ে হবে না। প্রশাসনের উচিত দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

জানা যায়, গত ১২ জুলাই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক সহকারী অধ্যাপক শেখ আনু রাইহান সিদ্দিকী ইউজিসি ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পর ইউজিসি প্রদত্ত শর্ত অনুযায়ী একটি ত্রিপক্ষীয় চুক্তিপত্রে স্বাক্ষর নিতে গিয়ে বাজে আচরণের শিকার হন। যে কাজ একটি স্বাক্ষরে হয়ে যায়, সেখানে ওই শিক্ষককে বার বার অবজ্ঞা করা, দ্রুত করতে গেলে আরও দেরি হবে, লাঞ্চের অজুহাত দিয়ে কক্ষ থেকে চলে যেতে বলা, স্বাক্ষর করার জন্য এখানে বসে নেই, এমন নানাভাবে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে ওই রেজিস্ট্রারের বিরুদ্ধে।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings