X

কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি, ফি এক হাজার টাকা

বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সে ভর্তির জন্য আগামী ২৪ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন। কোর্সটি পরিচালনা করবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা

১. কোর্সের নাম: কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স।

২. কোর্সের মেয়াদ: চার মাস।

৩. কোর্সের সময়: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৫।

৪. কোর্স শেষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের ওপর সরকারি সনদ প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

১. প্রশিক্ষণার্থীর যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস।

২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর।

৩. ভর্তি ফি: এক হাজার টাকা মাত্র।

কোরিয়ান ভাষা শিক্ষার এ কোর্স চার মাসেরছবি: সংগৃহীত

আবেদন করতে যা লাগবে

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে—

১. প্রার্থীর দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

২. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি।

৩. শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

আবেদনের বিস্তারিত তারিখ

১. ভর্তি ফরম সংগ্রহ ও জমার দেওয়ার শেষ তারিখ: ৩ থেকে ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত।

২. ভর্তি পরীক্ষার তারিখ ও সময় (মৌখিক পরীক্ষা): ২৫ আগস্ট ২০২৫, সকাল ১০টায়।

৩. পরীক্ষার ফলাফল: ২৬ আগস্ট ২০২৫, বেলা তিনটা।

৪. ভতি৴র তারিখ: ২৭ আগস্ট ২০২৫।

৫. অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি: ৩১ আগস্ট ২০২৫।

৬. ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫।

৭. ক্লাসের সময়: রোববার থেকে বৃহস্পতিবার, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

Categories: শিক্ষা
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings