বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না গ্রেপ্তার হয়েছেন বলে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। সম্প্রতি আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না গ্রেপ্তার হয়েছেন- এমন কিছু তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়ে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে তিনি গ্রেপ্তার হননি, বরং নিজ বাসভবনেই অবস্থান করছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।