X

জেমস ক্যামেরনের ক্যামেরায় ধরা পড়ছেন বিলি আইলিশ

‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ হলিউডে একের পর এক ‘ব্লকবাস্টার হিট’ সিনেমা উপহার দেওয়া পরিচালক জেমস ক্যামেরনকে পাওয়া গেছে অস্কার জয়ী পপ তারকা বিলি আইলিশের কনসার্টে।

আইলিশ বলেছেন, অস্কার জয়ী তারকা পরিচালকের সঙ্গে তিনি একটি কাজ করছেন। সেটি হতে পারে ‘কনসার্ট ফিল্ম বা তথ্যচিত্র’ আর সেই কাজটি দেখা যাবে থ্রিডিতে।

ম্যানচেস্টারে গত শনিবারের কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা বিলি আইলিশ প্রকাশ করেন বলে লিখেছে ভ্যারাইটি। ক্যামেরনের সঙ্গে এই প্রথম কোনো কাজ করলেন এই পপ তারকা। তাই এই খবরটি ভক্তদের জানাতে নাটকীয়তার আশ্রয় নিয়েছেন তিনি।

সেদিন কনসার্টের মাঝপথে গান থামিয়ে আইলিশ শ্রোতাদের উদ্দেশে বলেন, আপনারা হয়ত খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা।

এ কথায় শ্রোতারা এদিক ওদিক তাকানো শুরু করলে আইলিশ বলেন, এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলা যায় আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।

গায়িকার মুখে এ খবর শুনে আনন্দে চিৎকার করে ওঠেন শ্রোতারা। আইলিশ বলেন, “গান শুনতে ম্যানচেস্টারের এই চার কনসার্টে যারা এসেছেন তারা সবাই সেই কাজের অংশ হয়ে যাবেন। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন।”

নিজের পোশাকের প্রতি ঈঙ্গিত করে আইলিশ বলেন, আপনার কিছু মনে করবেন না প্লিজ, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।

ক্যামেরনের পরিচালনায় আইলিশ কি ধরনের কাজ করবেন সেটি বিস্তারিত না জানিয়ে ক্যামেরন বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে। ঠিক বলতে পারছি না।

Categories: বিনোদন
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings