X

ট্রাম্প কেন কমলা হ্যারিসের সব নিরাপত্তা-সুবিধা সরিয়ে নিলেন

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষে তাকে অতিরিক্ত ছয় মাস নিরাপত্তা দেওয়ার অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্প প্রশাসন সেটি বাতিল করেছে।গত ২১ জুলাই পরাজিত এই প্রেসিডেন্ট প্রার্থীর সাবেক প্রেসিডেন্ট হিসেবে ছয় মাসের নিরাপত্তার মেয়াদ শেষ হয়েছে।হ্যারিসের এক জ্যেষ্ঠ সহকারী সংবাদমাধ্যম এএফপিকে বলেন, ‘সিক্রেট সার্ভিসের পেশাদারি, নিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির জন্য হ্যারিস কৃতজ্ঞ।’নির্বাচনে পরাজয়ের পর থেকে হ্যারিস নীরব থাকলেও চলতি শরতে তিনি তার লেখা বইয়ের প্রচারণায় দেশজুড়ে সফরে বের হবেন। এতে তাকে নিয়মিত জনসম্মুখে আসতে হবে।হ্যারিসের ‘১০৭ ডেজ’ নামের স্মৃতিকথামূলক বইয়ে তিনি তার সংক্ষিপ্ত কিন্তু ব্যর্থ প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরেছেন। সাইমন অ্যান্ড শুস্টারের প্রকাশিত বইটি ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাজারে আসবে।
জো বাইডেন তার মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডেমোক্র্যাট দলের মনোনয়ন পান। হ্যারিস জানিয়েছেন, তিনি ‘খোলামেলা স্বীকারোক্তি ও আত্মসমালোচনার ভঙ্গিতে’ বইটি লিখেছেন এবং এতে থাকবে প্রচারণার নেপথ্যের বিবরণ।এদিকে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তিনি সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন, তার বিরুদ্ধে অতীতের আইনি মামলায় জড়িত আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ও বিশ্ববিদ্যালয়গুলোর ফেডারেল অর্থায়ন বন্ধ করেছেন।গত সপ্তাহে ট্রাম্পের কড়া সমালোচক সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়ি ও কার্যালয়ে অভিযান চালায় এফবিআই। কর্মকর্তারা জানিয়েছেন, এটি শ্রেণিবদ্ধ নথিসংক্রান্ত এক তদন্তের অংশ।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings