ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে INFSian Reunion 2025। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ আয়োজনে যোগ দেন ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (INFS)-এর শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন INFS-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইদুল আরেফিন। উদ্বোধনী বক্তব্য দেন INFSian Alumni Association-এর সভাপতি মোঃ সাইমুমুজ্জামান। এসময় প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল মনির সংগঠনের পটভূমি, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ, কুরআন তেলাওয়াত ও পরিচিতির মাধ্যমে সূচনা হয় দিনব্যাপী আয়োজনে।
দুপুরে মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় পুনর্মিলনী পর্ব, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। বিকেলে সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় অংশ নেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। শেষে ক্যাম্পাস পরিদর্শন ও আলোকচিত্র সেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আয়োজকরা জানান, INFSian Reunion 2025 ইনস্টিটিউটের ঐতিহ্য, একাডেমিক উৎকর্ষ ও বন্ধনকে আরও দৃঢ় করেছে।