ব্যবসায়ীদের দাবির মুখে তুলা আমদানির ওপর থেকে ২ শতাংশ উৎসে (অগ্রিম) কর প্রত্যাহার করেছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে উৎসে কর শূন্য করার কথা বলেছে। কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতা সংক্রান্ত সকল পণ্যেও একইভাবে কর প্রত্যাহার করা হয়েছে।
এর আগে তুলা আমদানিতে সরকারের আরোপ করা ২ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
সংবাদ সম্মেলন করে সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল বলেছিলেন, “সরকার সংশ্লিষ্ট সমিতির সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করেছে। অথচ অতীতে কখনোই তুলা আমদানিতে কোনো ধরনের শুল্ক ছিল না।”
তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর ছাড়াও টেক্সটাইল খাতে ব্যবসা হতে অর্জিত আয়ের উপর প্রদেয় ১৫ শতাংশ আয়কর (করপোরেট ট্যাক্স) হারের মেয়াদ জুনের পর না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিটিএমএ সভাপতি।