X

তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার

তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার

ব্যবসায়ীদের দাবির মুখে তুলা আমদানির ওপর থেকে ২ শতাংশ উৎসে (অগ্রিম) কর প্রত্যাহার করেছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে উৎসে কর শূন্য করার কথা বলেছে। কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতা সংক্রান্ত সকল পণ্যেও একইভাবে কর প্রত্যাহার করা হয়েছে।

এর আগে তুলা আমদানিতে সরকারের আরোপ করা ২ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

সংবাদ সম্মেলন করে সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল বলেছিলেন, “সরকার সংশ্লিষ্ট সমিতির সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করেছে। অথচ অতীতে কখনোই তুলা আমদানিতে কোনো ধরনের শুল্ক ছিল না।”

তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর ছাড়াও টেক্সটাইল খাতে ব্যবসা হতে অর্জিত আয়ের উপর প্রদেয় ১৫ শতাংশ আয়কর (করপোরেট ট্যাক্স) হারের মেয়াদ জুনের পর না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিটিএমএ সভাপতি।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings