X

দীর্ঘায়ু ও অঙ্গ প্রতিস্থাপন নিয়ে প্রকাশ্যে এল পুতিন-শি’র আলাপ

চীনের সামরিক কুচকাওয়াজের সময় একটি ‘হট মাইক’-এ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে দীর্ঘায়ু এবং অঙ্গ প্রতিস্থাপন নিয়ে আলাপ রেকর্ড হয়েছে। এই কথোপকথন থেকে জানা যায়, পুতিন তার অন্যতম প্রিয় বিষয়— অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে বার্ধক্য ও মৃত্যুকে বিলম্বিত করার সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন। খবর দ্য টাইমস।সামরিক কুচকাওয়াজ দেখার জন্য পুতিন, শি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যখন তিয়েনআনমেন স্কোয়ারের দিকে যাচ্ছিলেন, তখন পুতিনের দোভাষীকে সর্বশেষ চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি নিয়ে কথা বলতে শোনা যায়।দোভাষীকে বলতে শোনা যায়, ‘জৈবপ্রযুক্তির ক্রমাগত উন্নতি হচ্ছে।‘ এরপর কিছু কথোপকথন অস্পষ্ট ছিল। তারপর দোভাষী এই বলে উপসংহার টানেন— ‘মানব অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব। যত বেশি বাঁচবেন, ততই তরুণ হবেন, এমনকি অমরত্বও অর্জন করা যেতে পারে।‘পাশে থাকা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে হেসে উত্তর দেন, ‘অনেকে তো বলছে, এই শতাব্দীতে মানুষ হয়তো ১৫০ বছর পর্যন্ত বাঁচবে।‘

পুতিন বহুদিন ধরেই দীর্ঘায়ু ও বার্ধক্য রোধের বিজ্ঞান নিয়ে আগ্রহী। তার ঘনিষ্ঠ উপদেষ্টা মিখাইল কোভালচুক নাকি এই বিষয়ে ‘আসক্ত’। গত বছর কোভালচুক নাকি বার্ধক্য রোধের ওষুধ তৈরি করতে এবং থ্রিডি বায়োপ্রিন্টিং-এর মতো প্রযুক্তি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীদের বলেছেন। যাতে একদিন কৃত্রিমভাবে অঙ্গ ‘প্রিন্ট’ করা সম্ভব হবে।চীনের সঙ্গে এ নিয়ে পুতিনের আলোচনা কেন, তা স্পষ্ট নয়। তবে চীনের অঙ্গ প্রতিস্থাপন কর্মসূচির ইতিহাস দীর্ঘ এবং বিতর্কিত—বিশেষত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের অঙ্গ ব্যবহারের অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। এ ধরনের কর্মসূচি অর্থের বিনিময়েও হয়েছে বলে অভিযোগ আছে।পুতিন ও শি দুজনেরই বয়স ৭২। তারা ক্ষমতা ছেড়ে দিতে আগ্রহী নন এবং উত্তরসূরি সম্পর্কেও স্পষ্ট ধারণা দেননি। তাই দীর্ঘায়ু তাদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্যদিকে কিম জং উন এখনো ৪১ বছরের তরুণ। তিনি এই আলোচনায় সরাসরি অংশ না নিলেও ভিডিওতে তাকে হাসতে দেখা গেছে।পুতিন ও শি দুজনেরই পারিবারিক দিক থেকে দীর্ঘায়ুর জিন আছে। তাদের দুইজনের বাবাই বেঁচেছিলেন ৮০ বছরের বেশি।এই কথোপকথন সরাসরি সম্প্রচার করা টেলিভিশন ফিডে ধরা পড়ে এবং প্রচারিত হয় চীনের বিভিন্ন চ্যানেলে। তবে তিয়ানআনমেন স্কয়ারের বিশাল পর্দায় তা শোনা যায়নি। শি’র উত্তরের সময় সম্প্রচার ফিড কেটে দৃশ্য অন্যদিকে সরিয়ে নেয়া হয়।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings