X

নারায়ণগঞ্জে বিস্ফোরণ মৃত্যু বেড়ে ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ৯ সদস্য আহতের দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সালমা বেগম (৩০) ও তিশা (১৭) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধের পর থেকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারা।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, দুপুরে সালমা ও তিশা নামে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে নিহত সালমার স্বামী এবং দুপুরে শিশু কন্যার মৃত্যু হয়েছিল।সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার তানজিল হোসেনের মেয়ে তিশা।

উল্লেখ্য, শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টায় বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরের একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হন। পরবর্তীতে তাদের সবাইকে জাতীয় বার্ন ইনিস্টিউট হাসপাতালে ভর্তি করানো হলে ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ১ মাস বয়সি শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তার নানি তাহেরা আক্তার (৫০) এরপর ২৮ আগস্টে হাসান গাজী ও তার ছোট্ট শিশু মেয়ে জান্নাত মৃত্যুবরণ করেন।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings