নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা কলোনি এলাকায় বিশেষ অভিযানে আটক হওয়া ডাকাত সরদার কে ছিনিয়ে নিতে র্যাবের একটি টহল টিমের উপর হামলা চালায় ডাকাত দলের সদস্যরা।
এই ঘটনায় বেশ কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ এর একটি আভিযানিক দলের সদস্যদরা ডাকাতি সহ একাধিক মামলার আসামী সাহেব আলীকে গ্রেফতার করলে তাৎক্ষণিক ডাকাত গ্রুপের সদস্যরা র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে সাহেব আলীকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার সময় হামলাকারীরা র্যাবের সদস্যদের মারধর করা সহ গ্রেফতারকৃত সাহেব আলীকে ছিনিয়ে নিতে ব্যাপক তান্ডব চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাড়াশি অভিযান শুরু করে।
অভিযানে হামলার মূল হোতা হিসেবে পরিচিত সাহেব আলীর ডাকাত গ্রুপের ও স্থানীয় সন্ত্রাসী বাহিনীর কয়েকজন সদস্যকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
সিদ্ধিরগঞ্জ থানার একাধিক কর্মকর্তা জানান, র্যাবের সদস্যদের উপর হামলা করে ডাকাতিসহ অসংখ্য মামলার গ্রেফতারকৃত আসামী সাহেব আলীকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগী সন্ত্রাসীরা। সাহেব আলীর বাহিনীর হামলায় কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় প্রধান আসামি সাহেব আলীসহ কয়েকজনকে গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।