পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পরিবারের সবাই একই তোয়ালে ব্যবহার করা কি ঠিক?

Md Abu Bakar Siddique
জুলাই ১৫, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

পরিবারের সদস্যরা কত কিছুই না ভাগাভাগি করে নেন। একই বাড়িতে থাকা একাধিক মানুষ একই জিনিস ব্যবহার করলে জীবনধারা অনেক ক্ষেত্রে সহজ হয়ে ওঠে। তবে সবকিছুই কি ভাগাভাগি করা উচিত? না কি তোয়ালের মতো ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী জীবাণু ছড়ানোর কারণ হয়ে দাঁড়াতে পারে?

ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, ‘আমাদের দেশের আবহাওয়ায় তোয়ালে রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন। ঘরের আর্দ্র পরিবেশে একটি পরিষ্কার ভেজা তোয়ালেতেও জীবাণু জন্মাতে পারে। আর তোয়ালে শুকানোর জন্য ড্রায়ার ব্যবহারের চলও আমাদের এখানে নেই। তাই এ দেশে পুরু তোয়ালের চেয়ে সুতির পাতলা তোয়ালে বা সুতির গামছা ব্যবহার করা ভালো, সহজেই যা শুকিয়ে যায়। তবে একজনের ব্যবহৃত তোয়ালে বা গামছা অন্য যে কেউ ব্যবহার করলে বেশ কিছু জীবাণু ছড়ানোর ঝুঁকি রয়েই যায়।’

চলুন, এ বিষয়ে এই চিকিৎসকের কাছ থেকেই বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভাইরাস, ছত্রাক প্রভৃতি জীবাণু দিয়ে ত্বকে সংক্রমণ হয়ে থাকে। চুলকানোর মতো সমস্যার কারণ হলো বিভিন্ন জীবাণু। কোনো না কোনো জীবাণুর কারণেই হয় জ্বরঠোসা, আঁচিল, জলবসন্ত, দাদ, খোসপাঁচড়ার মতো রোগ। খুব সহজেই একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে এসব জীবাণু। তোয়ালে বা গামছার মাধ্যমেও ছড়াতে পারে এসব রোগ। এমনকি ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস না থাকলে পেটের পীড়ার জন্য দায়ী অন্যান্য জীবাণুও ছড়িয়ে পড়তে পারে তোয়ালে বা গামছার মাধ্যমে।

পরিবারের কেউ একজন ত্বকের কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে থাকলে একই গামছা বা তোয়ালের কারণে অন্যরাও সে রোগের ঝুঁকিতে পড়তে পারেন। হাত-মুখ মোছার জন্য অনেক বাড়িতেই খাবার ঘরে বা বেসিনের কাছে একটি তোয়ালে থাকে। এটি ব্যবহার করেন পরিবারের সবাই। মোটেও এটি স্বাস্থ্যকর অভ্যাস না।পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা তোয়ালে বা গামছার ব্যবস্থা রাখা উচিতছবি: প্রথম আলো

সুস্থ থাকতে তাই

পরিবারের প্রতিটি সদস্যের আলাদা তোয়ালে বা গামছার ব্যবস্থা রাখা উচিত। মুখ ও শরীর মোছার জন্যও আলাদা ব্যবস্থা করা ভালো। মুখ মোছার জন্য টিস্যু পেপার ব্যবহার করা যেতে পারে, টিস্যু পেপারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ছোট পাতলা তোয়ালে।

তোয়ালে বা গামছা ব্যবহারের পর ঘরে বা বাথরুমে রাখবেন না। রোদে মেলে দিলে সবচেয়ে ভালো। তা না পারলে অন্তত বারান্দায় বাতাসে রাখুন।

ময়লা না দেখালেও রোজই তোয়ালে ও গামছা ধুয়ে ফেলা ভালো। রোজ না পারলেও দু-তিন দিন পরপর ধোয়া উচিত। পরিষ্কারভাবে ধোয়ার পর এগুলো দ্রুত শুকিয়ে নেওয়া প্রয়োজন। রোদে দিতে পারলে সবচেয়ে ভালো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।