পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাঁচ ম্যাচ পর গোলহীন মেসি, মায়ামির বড় হার

Md Abu Bakar Siddique
জুলাই ১৭, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির গোলের ধারায় পড়েছে ছন্দপতন। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়ার পর এবার গোলশূন্য এক ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলের বড় হারে মুখ থুবড়ে পড়েছে তার দল ইন্টার মায়ামি।

ম্যাচজুড়েই নিষ্প্রভ ছিলেন মেসি, আর তার দলও দেখিয়েছে হতাশাজনক পারফরম্যান্স। প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচে তারা লক্ষ্য বরাবর শট নিতে পেরেছে মাত্র দুটি।

৩৮ বছর বয়সী মেসি চলতি মৌসুমে ইতোমধ্যে করেছেন ১৬ গোল। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচে টানা জোড়া গোল করে ২০১২ সালের বার্সেলোনা সময়কার পারফরম্যান্সকেও ছুঁয়ে ফেলেন তিনি। তবে সিনসিনাটির মাঠে এসে সেই রেকর্ড গড়ার ধারা থেমে যায়।

ম্যাচের ১৬ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা। এরপর দ্বিতীয়ার্ধের ৫০ ও ৭০ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভান্ডার, যা নিশ্চিত করে ইন্টার মায়ামির জন্য এক হতাশাজনক পরাজয়।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, “আজ আমরা শুরু থেকেই পিছিয়ে ছিলাম। শারীরিক ও মানসিক ক্লান্তি স্পষ্ট ছিল খেলোয়াড়দের মধ্যে। প্রতিপক্ষ আমাদের সব দিক দিয়ে ছাপিয়ে গেছে। লিও ম্যাচের শেষদিকে হালকা চোট পেয়েছিল, তবে তা গুরুতর নয়।”

এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে ইন্টার মায়ামি। তাদের সংগ্রহ এখন ৩৮ পয়েন্ট, শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্ট কম। তবে মায়ামির হাতে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে।

আগামী রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে ফিরবে মেসির দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।