X

পাকিস্তানে আবারও ফাঁস হলো অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও

আবারও ফাঁস হলো পাকিস্তানি টিকটক অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ কানওয়াল আফতাবের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও হলো ভাইরাল। এই নিয়ে চতুর্থবার পাকিস্তানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

কানওয়ালের আগে মিনাহিল মালিক, ইমশা রহমান এবং মাথিরা খান এই সমস্যার সম্মুখীন হয়েছেন।

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে, সেখানে ২৬ বছর বয়সী কানওয়ালকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পাওয়া গেছে। যদিও অভিনেত্রী এই ভিডিও সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেননি।

তবে এক মাসের কম সময়ের মধ্যে কীভাবে চারবার একই ঘটনা ঘটে গেল, সে বিষয়ে উদ্বিগ্ন অভিনেত্রীর ভক্তরা।

কানওয়াল আফতাব ১৯৯৮ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন পাকিস্তানে। ইনস্টাগ্রামে ৪০ লাখের বেশি ফলোয়ার রয়েছে এই পাকিস্তানি টিকটকারের। টিকটক-এ শুধু তিনি রিল পোস্ট করেন তা নয়, অনেক ভিডিওতে স্বামী জুলকারনাইন সিকান্দার এবং মেয়ে আইজল জুলকারনাইনকে দেখা গেছে।

কানওয়াল ও জুলকারনাইন দুজনেই টিকটক তারকা। ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০২৩ সালে অর্থাৎ বিয়ের ঠিক দু’বছর পর প্রথম সন্তানের জন্ম দেন এই টিকটক তারকা।

ভাইরাল হওয়া এই ভিডিওর ঘটনা প্রথম ঘটে মিনাহিল মালিকের সঙ্গে। মিনাহিলের পর ইমশা রেহমানের সঙ্গে একই ঘটনা ঘটে। একই সপ্তাহের মধ্যে মাথিরা খানের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়।

হিসেব অনুযায়ী, কানওয়াল হলেন চতুর্থ টিকটক তারকা যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি তিনি।

Categories: বিনোদন
Main Admin:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings