X

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।রোববার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে এই নোটিশ পাঠিয়েছেন।নোটিশে উল্লেখ করা হয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সংবিধান সংশোধন এবং নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে সব দল সময়মতো তাদের প্রস্তুতি নিতে পারে। ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে।এতে বলা হয়েছে, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, কমসংখ্যক ভোট পেলেও প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন, আবার বিপুলসংখ্যক ভোট কোনোভাবেই সংসদে প্রতিফলন পাচ্ছে না। এতে জনগণের ভোটের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এবং সংসদে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বহু উন্নত গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে সফলভাবে কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings