পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পুরোনো পাঞ্জাবির ভাজে মধ্যবিত্তের ঈদ আনন্দ

Md Abu Bakar Siddique
মার্চ ২৯, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে, আর ঈদ আনন্দে পরিবার ও প্রিয়জনদের জন্য নতুন পোশাক কিনতে ব্যস্ত সবাই। তবে নতুন পোশাক কিনতে গুনতে হয় মোটা অংকের টাকা, যা মধ্য ও নিম্নবিত্তদের জন্য হয়ে ওঠে কষ্টসাধ্য। টাকা থাকুক বা না থাকুক, সন্তান ও পরিবারের কথা মাথায় রেখে বাবারা তাদের সাধ্যমতো কেনাকাটা করেন, তবে নিজের জন্য বিশেষ কিছু কেনেন না। অনেকেই পুরোনো পাঞ্জাবি দিয়েই ঈদ কাটিয়ে দেন।ঈদে নতুন পোশাকের একটি আবেগীয় গুরুত্ব রয়েছে, কিন্তু কিছু মানুষ অর্থের অভাবে পুরোনো পোশাকেই ঈদ উদযাপন করেন। তবে পুরোনো পোশাকগুলোকে নতুনের মতো করে প্রস্তুত করা সম্ভব। ঈদের আগেই আলমারিতে রাখা পুরোনো পাঞ্জাবি ধুয়ে আয়রন করে নিলে, সেটি আবার নতুনের মতো মনে হবে। এছাড়া এক রঙা পাঞ্জাবি থাকলে, সুই-সুতা দিয়ে সামান্য কারুকাজ করেও তার সৌন্দর্য বাড়ানো যায়।মধ্য ও নিম্নবিত্তদের জন্য ফুটপাতের দোকান কিংবা কম দামে বিক্রি হওয়া পুরোনো পাঞ্জাবি এক ভরসা হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি নতুন পোশাক কেনার সুযোগ না পান, তবে সাশ্রয়ী দামে ভালো পাঞ্জাবি বাজার থেকে কিনে নিতে পারেন।ঈদ আনন্দের প্রকৃত অনুভূতি যেভাবেই হোক, তাতে পুরো পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার মজা এবং সামর্থ্য অনুযায়ী পোশাক কিনে ঈদ উদযাপন করা সবসময়ই সেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।