X

পুরো টুর্নামেন্টই হবে মিরপুরের বাইরে

অক্টোবর মাস থেকেই শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিন ব্যাপী ফরম্যাট। লঙ্গার ভার্সনের খেলা শেষ হলেই প্রথমবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার সূচি ছিল পূর্ব নির্ধারিত। গত শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন ও লোগো উন্মোচন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুর হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের কোনো ম্যাচই হবে না।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবার ঘরোয়া টুর্নামেন্টের জমকালো অনুষ্ঠান হয়েছে। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে, পরে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

তবে আজ বৃৃহস্পতিবার জানা গেল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হচ্ছে না কোনো ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ফলে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে, ৩০ ডিসেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর তার আগেই এই নতুন টুর্নামেন্টের করতে যাচ্ছে বিসিবি। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আট দল। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই পাওয়া যাবে না এই টুর্নামেন্টে।

তবে ওয়ানডে সিরিজ শেষে যোগ দিতে পারেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটারদের পাওয়া যাবে না ক্যারিবীয় সিরিজ থাকায়। তবে এই টুর্নামেন্ট দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন তামিম ইকবাল।

উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। পরে একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। অন্যদিকে, এনসিএল ফাইনাল ২৩ ডিসেম্বর। যে কারণে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের এনসিএল টুর্নামেন্টে দেখা যাবে না।

Main Admin:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings