X

পোল্যান্ড প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পপন্থী ক্যারল নওরোকির জয়

পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত ক্যারল নওরোকি।

প্রতিপক্ষ প্রার্থী রাফাল ত্রাজাস্কস্কির সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর এই জয় পান নওরোকি।

মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডের জাতীয় নির্বাচন কমিশন রবিবার ভোটের ফলাফল প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ৫০ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ল’ অ্যান্ড জাস্টিস (পিস) পার্টির প্রার্থী নওরোকি। পিস পার্টি পোল্যান্ডের একটি জনপ্রিয় ডানপন্থী রাজনৈতিক দল।

নওরোকির প্রধান প্রতিদ্বন্দ্বী রাফাল ত্রাজাস্কস্কি বামঘেঁষা রাজনৈতিক দল সিভিক প্ল্যাটফরমের প্রার্থী ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে রাজধানী ওয়ারশ’র মেয়র ছিলেন তিনি।

নির্বাচন কমিশনের তথ্যানুসারে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ২ কোটি ৯০ লাখ ভোটার। মোট ভোটার টার্নআউট ছিল ৭১ দশমিক ৬৩।

৪২ বছর বয়সী ক্যারল নওরোকি পেশাগত জীবনে একজন ইতিহাসবিদ। তিনি একজন সুবক্তা এবং ফুটবলের প্রতি বেশ আকর্ষণ রয়েছে তার। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি পোল্যান্ডের বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা’র উত্তরাধিকারী হচ্ছেন।

নির্বাচনের এক সপ্তাহ আগে ওয়াশিংটনে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে এসেছেন নওরোকি। নির্বাচনে জয় পেলে পোল্যান্ডের রাজনীতিকে ওয়াশিংটনমুখী করে তুলবেন— এমন প্রতিশ্রুতিও তিনি দিয়ে এসেছেন বলে শোনা যাচ্ছে। সূত্র: আল-জাজিরা, এপি, স্কাই নিউজ, রয়টার্স, সিএনএন, আনাদোলু এজেন্সি

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings