X

প্রকাশ্যে জয়ের ‘বোকা’ অ্যালবামের প্রথম গান

ছয় বছর পর ‘বোকা’ নামের একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। প্রকাশ্যে এসেছে অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।

জয় শাহরিয়ার জানিয়েছেন, ‘বোকা’ অ্যালবাম তার পঞ্চম স্টুডিও অ্যালবাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন জয় নিজেই। জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। ‘তোমাকে ভুলতে সময় লাগবে’ গানটির শেষ লাইনটি প্রয়াত কবি ও নির্মাতা আবুল হোসেন খোকনের কবিতা ‘তোমাকে ভুলতে আরেকটু সময় লাগবে আমার’ থেকে নেওয়া হয়েছে। গানটি আবুল হোসেন খোকনকে উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছেন জয়।

গানটি তৈরির পিছনের গল্প জানিয়ে বিজ্ঞপ্তিতে জয় বলেন, “শিল্পী হিসেবে আমার আজকের যে অবস্থান, তাতে পরিবারের বাইরে যে গুটিকয়েক মানুষের অবদান অনস্বীকার্য, আবুল হোসেন খোকন তাদের একজন। আমি উনাকে মামা বলে ডাকতাম। মামার এই কবিতাটি যেদিন প্রথম পড়ি, অসম্ভব ভালো লেগে যায়। তাকে বলি, এখান থেকে একটা গানের লিরিক করে দেন। মামা বললেন, তোমার মত বানায় নাও। খোকন মামা চলে গেলেন। কিন্তু আমার মনের মধ্যে ওই লাইন থেকে গেল। মে মাসের কোনো এক রাতে একটা গান বানাতে বানাতে মিলে গেল কবিতার এই লাইনটা। তৈরি হল নতুন গান।”

‘বোকা’ অ্যালবামে গান থাকবে ৮টি। বাকি গানগুলো হল ‘দুঃখ এলিজি’, ‘একলা থাকার গান’, ‘বাবা’, ‘স্বপ্ন প্রতারিত’ সহ আরও কিছু গান। অ্যালবামে বেজ গিটার বাজিয়েছেন তানিম হাসান ও মারুফ-উল হক, গিটারে মহান ফাহিম, আহনাফ খান অনিক, অন্তু দাস ও মাইকেল শীর্ষ দাস, কি-বোর্ডে রফিকুল ইসলাম ফরহাদ আর বাঁশি বাজিয়েছেন জালাল আহমেদ। সাউন্ড ডিজাইন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

জয় শাহরিয়ার জানিয়েছেন, আগামী নভেম্বরে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে একসঙ্গে প্রকাশ পাবে বোকা অ্যালবামের গানগুলো।

Categories: প্রবাস
Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings