X

প্রথম দিনেই ই-রিটার্ন জমা দিলেন ১০ হাজারের বেশি করদাতা

২০২৫-২৬ কর বছরের প্রথম দিনে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১০ হাজারের বেশি করদাতা।এনবিআরের তথ্য অনুযায়ী, রিটার্ন জমার প্রথম দিন ৪ আগস্ট মোট ১০ হাজার ২০২ জন করদাতা অনলাইন পোর্টাল ব্যবহার করে রিটার্ন জমা দেন, যা ‘অভূতপূর্ব সাড়া’ হিসেবে উল্লেখ করেছে এনবিআর।গত বছর ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমা শুরুর প্রথম দিনে মাত্র ২ হাজার ৩৪৪ জন করদাতা রিটার্ন জমা দিয়েছিলেন।এনবিআর কর্মকর্তারা বলেন, এ বৃদ্ধির প্রবণতা প্রমাণ করে , ডিজিটাল পদ্ধতির প্রতি করদাতাদের আগ্রহ বাড়ছে। সোমবার ঢাকায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সিস্টেম উদ্বোধন করেন।এর আগে, ৩ আগস্ট এনবিআর একটি বিশেষ আদেশ জারি করে জানায়, ৬৫ বছরের ঊর্ধ্বে, শারীরিকভাবে প্রতিবন্ধী, প্রবাসী বাংলাদেশি এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ব্যতীত সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

যারা অনলাইন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন না, তারা সংশ্লিষ্ট আবগারি কমিশনারের কাছে আবেদন করে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।গত বছর এনবিআর নির্দিষ্ট কয়েকটি শ্রেণির করদাতাদের জন্য ই-ফাইলিং বাধ্যতামূলক করার পর ১৭ লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন।করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। ই-ফাইলিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রসিদ ও কর সনদ ডাউনলোড করা যাবে।এনবিআর ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে, যাতে কল সেন্টার ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় যেকোনো সমস্যা সমাধানে সহায়তা পেতে পারেন।

Md Abu Bakar Siddique:
X

Headline

You can control the ways in which we improve and personalize your experience. Please choose whether you wish to allow the following:

Privacy Settings